
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর, রবিবার ৭ জুন ২০২০: কোভিড-১৯ করোনা ভাইরাসে ৬ জুন ২০২০ জামালপুরের ১৩ জন আক্রান্ত হয়েছেন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে (মাদারগঞ্জ উপজেলায় ৩জন, সরিষাবাড়ী ২, ইসলামপুর ৫, মেলান্দহে ২ ও জামালপুর সদরে ১জন সংক্রমণ শনাক্ত হয়েছে।জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৩৫ জন (সরিষাবাড়ী ৩১, মেলান্দহ ৫৫, মাদারগঞ্জ ২১, বকশীগঞ্জ ৩৯, দেওয়ানগঞ্জ ২৬, ইসলামপুর ৬৫, সদর ৯৬)। উল্লেখ্য যে, সদরে ১ জন ঢাকায় সনাক্ত, পরবর্তীতে জামালপুরে সংযোজন করা হয়েছে। সর্বশেষ সুস্থ ০, সর্বমোট সুস্থ ১৪৫ জন। সর্বশেষ মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ২ জন – ইসলামপুর)। সর্বশেষ রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ০। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ৯৯। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৯। সর্বশেষ নমুনা সংগ্রহ ১২৫, মোট নমুনা সংগ্রহ ৩৯৩৭। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৯, ছাড়পত্র ১১১। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৫২, ছাড়পত্র ৩১। মোট হোম কোয়ারান্টাইন ১৫৪৭, মোট ছাড়পত্র ১৩৫৬, বর্তমানে মোট অবস্থান ১৮১।