এএসএম সা’-আদাত উল করীম:
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহীন নামে এক বালুদস্যুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ ডিসেম্বর শনিবার দুপুরে ইসলামপুর পৌর শহরের পাইলিং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মিজানুর রহমান।
,সম্প্রতি নির্মিত ব্রহ্মপুত্র নদের ওপর একশত চার (১০৪)কোটি টাকা ব্যয়ে বীর উত্তম খালেদ মোশারফ ব্রীজের নীচ থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এরই এক পর্যায়ে ৭ ডিসেম্বর শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।