রংপুর ব্যুরো :
প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে কার্যকর হয়েছে এ আদেশ। এ নিয়ে জাতীয় পার্টির দূর্গখ্যাত রংপুরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আজ বুধবার সন্ধ্যার পরপরই জাতীয় পার্টি রংপুরের কার্যালয়ে আসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ অন্যান্য নেতাকর্মীরা। সবাই অবস্থান নেন পার্টি অফিসে।
এদিকে রাঙ্গার নির্বাচনী এলাকা গংগাচড়ায় অনেকেই পক্ষে বিপক্ষে মত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম।
এ বিষয়ে মহানগর জাতীয় পার্টি রংপুরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত। রাঙ্গা ভাই আমাদের বলার কোন ভাষা রাখেন নাই। তিনি পার্টির সিদ্ধান্ত মানেন নাই।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা একটা দলের কর্মী। আমরা যদি ওই দল করি, তাহলে সেই দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। তাছাড়া মুল স্রোতের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।
তবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। মশিউর রহমান রাঙ্গার এ হুঁশিয়ারির ব্যাপারে কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে জেলা জাতীয় পার্টি রংপুরের কোন নেতাকর্মীর এ বিষয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি। সবমিলিয়ে চরম উত্তেজনা তৈরী হয়েছে রংপুরে জাতীয় পার্টিতে।