জেলা প্রতিনিধি, রংপুর :
জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে আজ (১০নভেম্বর) রবিবার বিকেল ৩টায় রংপুর নগরীর নিউক্রস লেন সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক আখিরা’র সম্পাদক মাছুদ-উর-রহমান মিলু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সভাপতি শহীদুল ইসলাম পাইলট, বিএমএসএফ এর সম্পাদক আহমেদ আবু জাফর সহ জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ১৪ দফার ভিত্তিতে বক্তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- সরকার কর্তৃক পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন ও আইডি নাম্বার প্রদান, সরকার ও গণমাধ্যম কর্তৃক সাংবাদিক নীতিমালা প্রনয়ণ, সংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ণ, ৬ষ্ঠ থেকে উচ্চতর ক্লাস সমুহের পাঠ্যপুস্তকে গণমাধ্যম বিষয়ক অধ্যায়ের অন্তর্ভুক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহে পিআরও পদে সাংবাদিকদের নিয়োগের ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানি, হামলা- মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করাতে বাধ্য করা, তালিকাভুক্ত সাংবাদিককে সরকারিভাবে মাসিক ভাতা প্রদান, সংশ্লিষ্ট গণমাধ্যমের সাংবাদিকদের কল্যাণ ফান্ড গঠনের ব্যবস্থা, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনী ও তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগেই কোন সাংবাদিককে গ্রেপ্তার না করা, সাংবাদিকদের মামলা প্রেস কাউন্সিলে করা, জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে পুর্বের ন্যায় সরকার কর্তৃক কাগজ প্রদান এবং জেলা ও উপজেলা সংবাদ প্রতিনিধিদের জন্য সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন- ভাতা প্রদান করা প্রভৃতি
এসময় অনুষ্ঠানের বক্তারা বিটিভি, বাসস ও বেতারে বস্তুনিষ্ঠ সংবাদ অনুষ্ঠান প্রচারে স্বায়ত্তশাসিত করার পরামর্শ দেন। সেইসাথে পুর্বে নিহত সাংবাদিদের মাগফেরাত কামনা করে সংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।