![](https://crimepatrol24.com/wp-content/uploads/90704915_224323048765945_8443621617619173376_n.jpg)
মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা আতঙ্ক চার দিকে ছড়িয়ে পড়লেও এখনো কোন করোনা আক্রান্ত রোগী নেই। তবে সর্বশেষ ২৪ মার্চ মঙ্গলবার পর্যন্ত মোট ১৫৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই। তবে ৫৫০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে অনেকের ১৪ দিন অতিবাহিত হওয়ায় কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে পড়েছেন। অনেকে আবার প্রবাসে ফিরে গেছেন। বর্তমানে ১৫৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।