নগরের খুলশী এলাকার একজন বাসিন্দা বাদী হয়ে মামলাটি করেন। তিনি পেশায় দিনমজুর। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের আইনজীবী ইসকান্দর সোহেল। তিনি গণমাধ্যমকে জানান, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে আসামি দুজনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেন ওই ব্যক্তি। বিয়ের পর থেকে তার শ্বশুর ও স্ত্রী মিলে নানা কৌশলে টাকার জন্য তাকে চাপ দিতে থাকেন। বিভিন্ন সময় তিনি টাকা দিয়েছেনও। গত ২৪ সেপ্টেম্বর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।