চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে নিখোঁজ মুমিনুল হক তানভীর(৫) শিশুটির মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার(৭ আগস্ট) সকাল ৯টার দিকে মাতামুহুরি নদীর মৌলভীরচর পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত,মুমিনুল চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালাকাকারা মৌলভীরচর এলাকার এহেছানুল হকের পুত্র।
উল্লেখ্য,শুক্রবার বিকেল ৫টার দিকে তানভি তার বন্ধু রাইয়ানকে নিয়ে নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃরেজাউল করিম বলেন, শিশু তানভীর চরে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল।পরেদিন শনিবার সকাল ৯টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।