মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা ও পৌরসভা এলাকার ২৩৪ টি ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার (৪ জানুয়ারি) দুপুর ৩টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার মাদ্রাসা ও এতিমখানা, মন্দির, গীর্জা ও প্যাগোডার প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ শীতবস্ত্র (কম্বল) তুলে দেন ।
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প কয়েক দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবেন। আপনারা যে যেই ধর্ম পালন করুন না কেন, তার রোগমুক্তি কামনা করে দোয়া করবেন।’
বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিএনপির সকল স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।