মােঃ জাহিদ হোসেন প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২২ ও ২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে এসইডিপি কর্তৃক ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের পক্ষ থেকে এ পুরস্কার বিতরণ করা হয়।
এ প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলায় মোট ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পর্যায়ে ১৯ জনকে অনলাইনের মাধ্যমে ১০ হাজার ও এইচএসসি পর্যায়ে ১৬ জনকে ২৫ হাজার করে টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম (এসইডিপি)এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের এ ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শমসের আলী মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সহকারী পরিদর্শক সামসুজ্জামান, সহকারী প্রোগ্রামার রঞ্জন কুমার রায় প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, কৃতী শিক্ষার্থী অভিভাবক দেলজার হোসেন বিল্লু, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যাণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসার ২০২২ সালের আলীম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী রুহুল আমিন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ তাঁর বক্তব্যে বলেন, ‘সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই ভবিষ্যতে ঘোড়াঘাটকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।’