কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সালাউদ্দিন রিপন সকলের দোয়া চেয়েছেন। তিনি আজ শুক্রবার বিকেলে পেন্নাই ঈদগাহ মাঠে এক উঠান বৈঠকে সকলের সহযোগিতা কামনা করেন।
চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা এবং দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন বলেন, সবকিছুর মালিক আল্লাহ। যদি আমার ভাগ্যে থাকে, তাহলে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন। তবে আমি আশাবাদী, যেহেতু আমি দীর্ঘদিন যাবত দলের স্বার্থে কাজ করে আসছি, বিনা দোষে জেল খেটেছি ,দল আমাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। আলহাজ্ব আবদুল মজিদ ফকিরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা আলী আশরাফ সাগর এবং দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আক্তার ফকির প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় তিনশতাধিক লোক উপস্থিত ছিলেন।।
###
কামরুল হক চৌধুরী