শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইল গ্রামের প্রভাষক আশরাফ আলী অ্যাপ্লাস্টিক রক্তাল্পতা)রোগে আক্রান্ত । ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আশরাফ আলীর চিকিৎসার জন্য প্রায় ৭০ লক্ষ টাকা লাগবে । ডাক্তার বলেন, Bone marrow transplant (নষ্ট কোষের স্থলে সুস্থ কোষের প্রতিস্থাপন) করতে হবে,যার জন্য প্রয়োজন পরবে ৭০ লাখ টাকা । ডাক্তারের কথা অনুযায়ী পরিবারটি এখন মহা বিপদের মুখে । এক পর্যায়ে আশরাফ আলীর মেয়ে ফারিহা ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, তার পিতা আশরাফ আলীর চিকিৎসার টাকা সংগ্রহ করতে ব্যর্থ । আশরাফ আলীর পরিবার কিছু সংখ্যক টাকা চিকিৎসার জন্য যোগান দিতে পারবেন । তাই ফারিহা ইসলাম পিতাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে, সংবাদ কর্মীর মাধ্যমে সাহায্যের আবেদন করেন । সেই সাথে ফারিহা দেশ ও বিদেশের দাতা সংস্থাগুলোর সহযোগিতায় পিতাকে বাঁচাতে চান । আপনারা নিম্নোক্ত নম্বরগুলোতে বিকাশ অথবা হিসাব নম্বরে টাকা পাঠাতে পারেন । অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার অনুদান প্রদান করতে পারেন । আমরা আপনার প্রতিটি টাকার হিসাব আপনাকে অবগত করব । সহযোগিতার জন্য- Bank Account: A/C Name: Md. Ashraful Alam A/C no: 5107 002147 252 সোনালী ব্যাংক , গোবিন্দগঞ্জ শাখা। Bkash no: 01719-946668( রোগীর স্ত্রী) 01862-503786( রোগীর মেয়ে )