
মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : করোনাকালে পরীক্ষার অনিশ্চয়তার কারণে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে আজ ২৬ জুলাই রবিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবে চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী রাতুলুজ্জামান রাতুল,নন্দিনী দাস,ফরহাদ সরকার,মোজাহেদুল সরকার,পারুল বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিন স্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। এবারো দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইভা কবে হবে তা অনিশ্চিত। তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন,ভাইভা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানানো হয়।