ক্রাইম পেট্রোল ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান বলেছেন, ‘ আমাদের আন্দোলন জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। গুলি করে হত্যা, গুম, হামলা-মামলা ও দমন-পীড়ন করে এ আন্দোলন থামানো যাবে না। এবার জনগণের অধিকার আদায় করেই বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে ইনশাআল্লাহ । ‘
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে তৃতীয় দিনে কুমিল্লার হোমনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার আবদুর মতিন খান।
তিনি বলেন, ‘অবরোধের তিন দিন আমরা সকল ভয়-ভীতি উপেক্ষা করে মাঠে থেকে সম্মুখযোদ্ধা হিসেবে অবরোধের সমর্থনে বেগম খালেদা জিয়ার আদর্শে এবং আগামীর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে পালন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
তিনি আরও বলেন, ‘এবার জনগণের সমর্থনে সারাদেশে নজিরবিহীন অ’বরোধ পালিত হয়েছে। সেকারণে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করে নি। এছাড়াও সাধারণ মানুষ নিজ থেকে সরকারের প্রতি অ’নাস্থা দিয়ে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয় নি।’
আজ বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের নেতৃত্বে উপজেলার জয়পুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাশিপুর – মুরাদনগর রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় জয়পুর বাজারে এসে শেষ হয়। উক্ত মিছিলে হোমনা-তিতাসের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।