শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় সামাজিক দূরুত্ব নিশ্চিত ও হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ৩৩টি মামলায় ২৬ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল মতিন সরকারের নির্দেশে ২৫-০৪-২০২০ইং তারিখে গাইবান্ধা জেলার সকল উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে প্রচারাভিযান এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হোমকোয়ারেন্টাইন ভঙ্গ, বিনা প্রয়োজনে বাজারে ঘুরে বেড়ানো, নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা, মূল্য তালিকা সংরক্ষণ না করা ও সরকারি আদেশ অমান্য করায় ৩৩টি মামলায় ২৬ হাজার ৯শ’ (ছাব্বিশ হাজার নয়শত) টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সবাইকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে অনুরোধ করা হয়।