
অনলাইন ডেস্ক : মেহেরপুর জেলার গাংনীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল তিনটায় উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর চেকপোস্ট থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মৃধা (২৫) ও একই এলাকার কনা হিজড়া (২৭)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান জানান, দুজন মাদক বিক্রেতা স্কুলব্যাগে করে গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরো জানান, সোহেল মৃধার নামে অস্ত্র ও মাদকের একটি মামলা রয়েছে।