
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৭০ গ্রাম গাঁজা, ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়লব্ধ ১২ হাজার ৫০ টাকাসহ ৬ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ২৯ জুলাই,২০২০ খ্রি. কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মিডিয়া এণ্ড কমিনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ মিরাজ জোমাদ্দার(২৪), পিতা-মৃতঃ মজিবর জোমাদ্দার, সাং-নতুন বাজার ওয়াবদা খ্রীষ্টানগলির মাথা, থানা-খুলনা সদর; ২) সৌরভ সাহা(২১), পিতা-মৃতঃ স্বপন কুমার সাহা, সাং-৮নং শামসুর রহমান রোড, শিব মন্দিরের জায়গা, থানা-খুলনা সদর; ৩) শেখ তানভির হাসান(২১), পিতা-মৃতঃ ইউসুফ আলী, সাং-বয়রা আজিজের মোড়, বাসা নং-৯৬, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) হামিদুল্লাহ খান(৩৩), পিতা-সরোয়ার হোসেন, সাং-দেওপুরা (পিঞ্জুরী), থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ; ৫) মোঃ আসলাম শেখ(৩৮), পিতা-মৃতঃ সাহেব আলী, সাং-পাবলা নতুন রাস্তার মোড়, থানা-দৌলতপুর এবং ৬) মোঃ সুজন ফকির(২৭), পিতা-মোঃ মোক্তার আলী ফকির, সাং-চিড়াপাড়া, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর, এ/পি সাং-পশ্চিম বানিয়াখামার ক্লাবের মোড়, বাগান বাড়ীর গলি, মুকুল-বকুল এর বাড়ীর ভাড়াটিয়া, আলকাতরা মিলের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেলদের কে খুলনা মহানগর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫৭০ গ্রাম গাঁজা, ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়লব্ধ ১২,০৫০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।