ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্তকে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে এ ঘটনায় জড়িক দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ জুলাই ২০২৫ তারিখ রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলনা থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অ*পহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁ*দা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হ*ত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হু*মকি প্রদান করে অ*পহরণকারীরা।
আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নি*র্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মু*ক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে পুলিশ অপহৃত ভিকটিম এবং আসামীদের অবস্থান সনাক্ত করে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার তেরখাদা থানাধীন আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে অপহৃত ভিকটিম সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অপহরণ চক্রের সাথে জড়িত ১. আলমগীর কবির (৪৮), পিতা-মোঃ মইনুদ্দিন বিশ্বাস, সাং-আইচগাতি, থানা-রুপসা, জেলা-খুলনা এবং ২. মুসা খান (২৮), পিতা-মোঃ মালেক খান, সাং-শিরগাতী, থানা-রুপসা, জেলা-খুলনাদ্বয়কে রূপসা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। অপহরণকারীদের বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-১৬, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।