ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নারী সাংবাদিকদের নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আর্টিকেল ১৯, সাউথ এশিয়ার উদ্যোগে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সার্বিক সহযোগিতায় খুলনায় এক সরাসরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খালিশপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সাংবাদিকদের উপর হা*মলা – মামলায় করণীয় বিষয়ক আলোচনাও উঠে আসে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক চ্যালেঞ্জ এবং তার সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভার সঞ্চালনা করেন আর্টিকেল ১৯-এর এশিয়া অঞ্চলের প্রোগ্রামার শায়লা রহমান ইমা।
প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
আর্টিকেল১৯ এর হেড অফ প্রোগ্রামারস
শাহনেওয়াজ পাটওয়ারী, হেড অফ ফাইন্যান্স এন্ড এডমিনিস্ট্রেশন মোঃ রুবায়েত হোসেন, আইটি অফিসার
সাদমান আহমেদ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান, এবং সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।
এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ১৭ জন নারী সাংবাদিকসহ মোট ২৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণ ও আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি, এবং যৌথ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।



















