ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়াসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার,কানাই লাল সরকার),অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),
খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আলম শেখ(৪০), পিতা-মোঃ কামাল শেখ, সাং-আঞ্জুমান রোড, আমতলা মোড়, থানা-দৌলতপুর; ২) হীরা কুমার দাস(৩৬), পিতা-শুকুর রঞ্জন দাস, সাং-পাবলা, মোল্যার মোড়, থানা-দৌলতপুর এবং ৩) মোঃ সাদ্দাম আলী(২৫), পিতা-মৃতঃ ইয়ার আলী, সাং-পয়সারহাট, ০২ নং বাতাল ইউনিয়ন, থানা-আগৈলঝারা, জেলা-বরিশাল, এ/পি সাং-রাজাপুর, বাতি মুনসুর ক্লাবের পাশে, ফরিদ সরদারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-রূপসা, জেলা-খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৫ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।