ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৮০ লিটার দেশীয় তৈরী ‘চোলাই মদ’ এবং ০১ কেজি ‘গাঁজা’সহ ০৩ (তিন) জন ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার,মোঃশাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৮ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ রাত ২১:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন বার্মাশীল রোডস্থ কাশিয়াবাড়ী কালি মন্দিরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ ফজর আলী(৪৫), পিতা-মৃত: ইয়াকুব আলী ব্যাপারী, সাং-ভরুয়াপাড়া, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-চর রূপসা; ২) তারিকুল শেখ(২৫), পিতা-ছয়ফার শেখ, সাং-দুর্জনী মহল, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয় কে ৮০ লিটার দেশীয় তৈরী ‘চোলাই মদ’সহ গ্রেফতার করা হয়েছে।
অপর একটি ঘটনায় গত ২৮ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকার বাবুস সালাম জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে ‘মাদক ব্যবসায়ী’ ১) মেঃ ফারুক হোসেন(৪৬), পিতা-মৃত: আলম হোসেন, সাং-নালী, হাউজিং এস্টেট নতুন কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরী কে ০১ কেজি ‘গাঁজা’সহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ‘মাদক ব্যবসায়ীদের’ বিরুদ্ধে খুলনা ও খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা দায়ের করা হয়েছে।