ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কেএমপির খানজাহান আলী থানা পুলিশের অভিযানে মা*নবপাচার মামলার এক আসামিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে ফুলতলা থানা এলাকা থেকে মামলা নং-০৩, তাং-০১/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৬/৭/৮ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর এজাহার নামীয় আসামি সাথী (৩০), পিতা-শহিদুল মোল্যা, সাং-শেষ সীমানা বাজার, থানা-ফুলতলা, জেলা-খুলনা’কে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।