ক্রাইম পেট্রোল ডেস্ক : কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃশাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০৫ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ রাত ২১:৫০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোডস্থ হোল্ডিং নং-৯৪/১, রাবেয়া মঞ্জিল এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ শামীম আহম্মেদ@আদর(২৪), পিতা-শাহাজাহান শেখ, সাং-মোহাম্মদনগর গাজী পানির ট্যাংকির পাশে, থানা-লবণচরা; ০২) মোঃ মঈন মাহামুদ@বাবু(২৮), পিতা-মৃত: আবু দাউদ, সাং-সিদ্দিকিয়া মহল্লা, বকুল বাগান লেন, থানা-সোনাডাঙ্গা মডেল; ০৩) মোঃ মেহেদী হাসান রানা(৩৬), পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নাজিরঘাট মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ০৪) মোঃ আসলাম শিকদার সজীব(২৮), পিতা-জালাল শিকদার, সাং-২৪৭ বিসমিল্লাহ সড়ক জিরোপয়েন্ট, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের কে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ শামীম আহম্মেদ@আদর (২৪), এর বিরুদ্ধে ০১ টি, ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ মঈন মাহামুদ@বাবু(২৮) এর বিরুদ্ধে ০৩ টি, ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান রানা(৩৬) এর বিরুদ্ধে ০১ টি এবং ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ আসলাম শিকদার সজীব(২৮) এর বিরুদ্ধে ০১ টি মাদকের মামলা রয়েছে।। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।