ক্রাইম পেট্রোল ডেস্ক : কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার,রাশিদা বেগম, বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার,সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ,অদ্য ২৬/০৯/২০২১ খ্রিঃ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন বাস্তুহারা ১৪ নং রোডের মাথায় পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ আল আমিন হোসেন(৫৩), পিতা-মৃত: আব্দুল লতিফ হাওলাদার, সাং-মাগুরা, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর, এ/পি সাং-বাস্তুহারা কলোনী, থানা-খালিশপুর, মহানগর খুলনা’কে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।