ক্রাইম পেট্রোল ডেস্ক : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার , বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি , খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) সাজ্জাদ মোল্যা(৩২), পিতা-জালাল উদ্দিন মোল্যা, সাং-রহমতনগর, থানা-রূপসা, জেলা-খুলনা; ২) মোঃ হারুন অর-রশিদ(৩২), পিতা-মৃতঃ আব্দুর রহমান মোল্লা, সাং-গোয়াখালী, থানা-খালিশপুর এবং ৩) মোঃ ফয়সাল হোসেন(২১), পিতা-মোঃ নুরুজ্জামান খোকন, সাং-কাশিপুর, বিএল কলেজ রোড, হোল্ডিং নং-৩০, ওয়ার্ড নং-০৬, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।