ক্রাইম পেট্রোল ডেস্ক>> হরিণটানা থানার অভিযানে ১২ (বারো) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ছেআজ রোববার,রাশিদা বেগম,বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়েছে।
গত ২৯/০৫/২০২১ খ্রি: তারিখ ১০.৩০ ঘটিকার সময় হরিণটানা থানার এসআই (নিঃ)/রুবেল মোহান্ত এর নেতৃত্বে একটি বিশেষ টিম উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড় সংলগ্ন খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডান পাশের কাসেম এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) আলমগীর হায়দার (২১) পিতা- মোঃ নুর ইসলাম মোল্যা, মাতা-জাহানারা বেগম, সাং-শৈলখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’কে ১২ (বারো) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।