ক্রাইম পেট্রোল ডেস্ক : কেএমপি’র অভিযানে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আরিফুল ইসলাম বাবু(৩২), পিতা-মোঃ ফয়জুল ইসলাম, সাং-শেখপাড়া লোহাপট্টি, হোল্ডিং নং-৫৭, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ হানজালা খান(২০), পিতা-মোঃ হান্নান খান, সাং-৪৮, গোবরচাকা মেইন রোড ,থানা-সোনাডাঙ্গা মডেল; ০৩) মোঃ মফিজ শিকদার(২২), পিতা-মোঃ মুনসুর শিকদার, সাং-বকশি, ইউনিয়ন-শেখ মাটিয়া, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-গির্জা রোড, ছোট বয়রা, ০১ নং ক্রস রোড, ওয়ার্ড নং-১৭, থানা-সোনাডাঙ্গা মডেল; ০৪) মোঃ জামাল হাওলাদার(২৫), পিতা-সোবহান হাওলাদার, সাং-তৌকাঠি, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-গির্জা রোড, সোনাডাঙ্গা ময়লাপোতা পৌর বস্তি, ওয়ার্ড নং-১৭, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৫) কেএম মাহমুদুল হাসান রুবেল(৩৮), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-নয়াবাটি গোলচত্তর মোড়স্থ হাউজিং নতুন কলোনী, রোড নং-২৪৩, বাসা নং-এন/এল-৪৯, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।