ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে ১ কেজি ১০ গ্রাম গাঁ’জা, ৩৭০ পিস ই’য়াবা ট্যাবলেট, ৭ গ্রাম হে’রোইন এবং ৩০ লিটার ম’দসহ ১৪ জন মা’দক কারবারিকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মা’দক বিরোধী অভিযানে মা’দক কারবারি ১. রিপন চন্দ্র শীল(৩২), পিতা-নারায়ন চন্দ্র শীল, সাং-চাঁনমারী ২য় লেন, থানা-খুলনা, ২. মোঃ ইসমাঈল শেখ(২৪), পিতা-শেখ আব্দুল জাহিদ, সাং-হরিণটানা আলীর মোড়, থানা-লবনচরা, ৩. মোঃ বাবলু হাওলাদার(২৫), পিতা-নওয়াব আলী হাওলাদার, সাং-কুদঘাটা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বুড়ো মৌলভীর দরগা, থানা-লবণচরা, ৪. মোঃ সোহেল ফরাজী(২৫), পিতা-হালিম ফরাজী, সাং-গল্লামারী রাইসা ক্লিনিকের পিছনে, থানা-খুলনা, ৫. মোঃ দাউদ শেখ(৩৬), পিতা-মৃত: ইউসুফ শেখ, সাং-বুড়ো মৌলভীর দরগা, থানা-লবণচরা, ৬. আব্দুল হাই@হাতকাটা হাই(৪৪), পিতা-মোঃ কুদ্দুস হাওলাদার, সাং-আরাফাত আবাসিক এলাকা, থানা-হরিণটানা, ৭. শেখ সাইদুল ইসলাম ইমন(২০), পিতা-শেখ নুরু, সাং-বঙ্গবাসি চাঁদের মোড়, থানা-খালিশপুর, ৮. রেদওয়ান হোসেন নয়ন@চোয়া(২১), পিতা- মোঃ জুম্মান খান, সাং-নয়াবাটি-২৪৩, থানা-খালিশপুর, ৯. সুমন খান(২২), পিতা-সেলিম শেখ@বুধু শেখ, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর, ১০. মোঃ জুম্মান খান(৪৫), পিতা-মৃত: আহম্মদ খান, সাং-নয়াবাটি দূর্বার সংঘ ক্লাব রোড, থানা-খালিশপুর, ১১. মোঃ সজিব মোল্লা(২১), পিতা-মৃত: তাহাজ্জুদ মোল্লা, সাং-রেলিগেট হেলালের বাগান, থানা-দৌলতপুর, ১২. মোঃ মামুন গাজী(২৪), পিতা-মোঃ আকবর আলী গাজী, সাং-২ নং কয়রা, থানা-কয়রা, এ/পি সাং-পাশখালী, থানা-আড়ংঘাটা, ১৩. মোঃ আউয়াল(২৪), পিতা-আবু হানিফ, সাং-ফুলবাড়ীগেট সেনপাড়া, থানা-খানজাহান আলী এবং ১৪. মোঃ শাকিল খাঁন(২৩), পিতা-মোঃ রিপন খান, সাং-শেখপাড়া চামড়াপট্টি, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ১০ গ্রাম গাঁ’জা, ৩৭০ পিস ই’য়াবা ট্যাবলেট, ৭ গ্রাম হে’রোইন এবং ৩০ লিটার ম’দ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মা’দক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১২ টি মা’দক মামলা রুজু করা হয়েছে।