ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপির অভিযানে ৪০ পিস ইয়াবা এবং ৩ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক উদ্ধার অভিযানে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সাহাপাড়া হতে মোঃ হাফিজুর রহমান (৩০), পিতা-মোঃ ইউনুছ হাওলাদার, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর, খুলনাকে ৪০ পিস ইয়াবাসহ এবং লবণচরা থানা পুলিশ কর্তৃক জিরোপয়েন্ট থেকে মোঃ শাহরিয়ার হোসেন সুমন@ রিংকু(২৯), পিতা-মৃত: শহিদুল হোসেন, সাং-ঠিকরাবাদ, থানা-লবণচরা, খুলনাকে ০৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ০২ টি মামলা রুজু করা হয়েছে।