ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার,মোঃশাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর ২০২১ খ্রি: তারিখ দুপুর ১৩.৪৫ ঘটিকায় খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে খুলনা যশোর মহাসড়কের উপর হতে আসামী ১) মোছাঃ মাহফুজা বেগম(৫৫), স্বামী-আব্দুল সাত্তার, সাং-আবাদ চন্ডীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-দূর্গাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং ২) মোছাঃ আকলিমা বেগম(৫০), স্বামী-মোঃ কাওছার, সাং-কাজীপাড়া পাঙ্গারচর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-দূর্গাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়’কে ০২ কেজি ‘গাঁজাসহ’ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে খানজাহান আলী থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।