মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০২ (হোমনা- মেঘনা) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এবং স্বতন্ত্রসহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা এবং হোমনা ও মেঘনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি, জাতীয় পার্টি মনোনীত এটিএম মঞ্জুরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মনোনীত মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত মাওলানা সুলতান মহিউদ্দিন,
ইসলামী ফ্রন্ট মনোনীত হাফেজ আবদুস ছালাম, তৃণমূল বিএনপি মনোনীত মো. মাইন উদ্দিন, জাকের পার্টির আ. লতিফ স্বপন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত আবদুছ ছালাম, বাংলাদেশ সাস্কৃতিক মুক্তিজোট মনোনীত সিরাজুল টম সুডেন ও স্বতন্ত্র হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খন্দকার।