কুষ্টিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০১৯ খ্রিঃ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক বাঁশগ্রাম বাজার, কুমারখালী উপজেলা,কুষ্টিয়ায় ফ্রিজে কাঁচা মাছ ও মিষ্টি একসাথে রাখার অপরাধে শচীন দধি ও মিষ্টান্ন ভান্ডার এর মালিক শ্রী জগবন্ধু কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং মূল্য তালিকা না রাখার অপরাধে শিবলী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫হাজার এবং একই অপরাধে পিয়াস এন্টার প্রাইজকে ১ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা জনাব মো. রবিউল ইসলাম ও পুলিশ প্রশাসন।