কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা সদরের বগাদিয়া তালতলা ৮ নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবিয়া আক্তার (৩৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবিয়া আক্তার প্রতিদিনের মতো সকালে তার একমাত্র ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে রান্না করছিলেন। রান্নার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক চুলায় হঠাৎ শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয় বলে এলাকাবাসীর ধারণা।
প্রতিবেশীরা জানান, পাশের বাড়ির একজন নারী প্রথমে চিৎকার শুনে দৌঁড়ে এসে রুবিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান। পরে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জানা গেছে, ছয় মাস আগে রুবিয়া আক্তারের স্বামী মারা যান। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি সংসারের সব দায়িত্ব একা সামলাচ্ছিলেন।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।