কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হা*মলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ (৫২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকুন্তি গ্রামের জিয়া উদ্দিন (৪৮)।
রোববার (২ মার্চ) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান মাসুদকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বি*স্ফোরক আইনে গত বছরের ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তার মাসুদ করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকার মৃত সৈয়দ আজিজুলের ছেলে। তিনি গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিনকে (৪৮) কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করা হয়।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, ‘করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাসুদকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ‘গ্রেপ্তারের পর জিয়া উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’