মো : আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানিশা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিশা আক্তার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সাবাসপুর গ্রামের আমির হামজার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সব কাজ শেষে বাড়ির পাশের নদীতে গোসল করতে যান তানিশা আক্তার। এদিকে দীর্ঘক্ষণ তাকে না দেখে সম্ভাব্য সব জায়গা ও নদীর পাড়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান করতে পারেনি বাড়ির লোকজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে বিকালে তার মরদেহ উদ্ধার করে। পানিতে ডুবে গৃহবধূ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।