ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১০ দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি (টাউন ডিফেন্স পার্টি) ওয়ার্ড প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ সরকারি এম.ইউ ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রশিক্ষণরত সকলের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান, প্রশিক্ষক নাজনীন আখতার, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, গত ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কালীগঞ্জ পৌরসভার ৩২ জন যুবক ও ৩২ জন যুবতী অংশগ্রহণ করে।