ক্রাইম পেট্রোল ডেস্কঃ
২ অক্টোবর ২০২২ খ্রিঃ কাপ্তাই সার্কেল অফিস, কাপ্তাই থানা, জীবতলি পুলিশ ক্যাম্প, ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার কাপ্তাই সার্কেল অফিসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। পরে পুলিশ সুপার কাপ্তাই থানায় পৌঁছালে থানা পুলিশ কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিস, থানা এবং ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। নির্মাণাধীন কাপ্তাই থানার নির্মাণ কাজের অগ্রগতির তদারকি করেন। পরে তিনি অফিসার ফোর্সের রোলকল নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং তাদের কল্যাণসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।