দিলীপ কুমার দাস (ময়মনসংহ প্রতিনিধি):
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর, কৈলাটি ও চন্ডিগড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে নেত্রকোনা জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ সম্রাট জেলা পরিষদ হতে প্রাপ্ত করোনা সামগ্রী গত সপ্তাহ ব্যাপী বিতরণের কার্যক্রম আজ শনিবার সমাপ্ত করেছেন।
জেলা পরিষদ হতে প্রাপ্ত – মাস্ক ১৩৩১টি, লাইফবয় সাবান ১৫৩০ টি, হক্সিসল ১০৮৩ ও হ্যান্ড ওয়াশ ১৩৫টি বিতরণ করা হয়েছে। এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিতরণ কার্যক্রমের সময় সহায়তা প্রদান করেন।
সমাপ্তির সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক হৃদয় আহমেদ, আব্দুর রশিদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।