ক্রাইম পেট্রোল ডেস্ক : বগুড়ায় বিএনপি নেতা আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারে সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইত্তেফাক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা , জবাবদিহিতা ও কোনো বিচার নেই। বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ড তারই বহিঃপ্রকাশ।
দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে শাহীনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কারণে বগুড়াবাসী ক্ষুব্ধ। পুলিশ প্রশাসন শাহীনের খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বগুড়াবাসী বসে থাকবে না।’ বৃহস্পতিবার বেলা ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের ধরমপুরে নিহত শাহীনের বাসভবনে যান। সেখানে নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম, সিয়াম এবং মেয়ে সুজনাকে ও পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন।আ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরণের সহযোগিতা করে যাবে।