
আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় ধান-চালসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছেন। গতকাল শনিবার দিনব্যপি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক উপজেলা সদর, সান্তাহারসহ বিভিন্ন এলাকার চালকল, গুদাম ও বাজারসমুহে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন সাংবাদিকদের জানান, এক শ্রেণির অসাধু ধান চাল ব্যবসায়ী যাতে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়া হচ্ছে কিনা তা তদারকির জন্য অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩ দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে গুদামে অতিরিক্ত চাল ও ধান মজুদের দায়ে ৪টি চালকলের মালিকের ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।