আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সারাদেশে যখন একযোগে নদী খালসহ সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হচ্ছে ঠিক তখনই পঞ্চগড়ের আটোয়ারীতে অবৈধ নদী দখলের বিরুদ্ধে অভিযাগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযাগ সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দুহসুহ মৌজায় অবস্থিত সরকারি খাস খতিয়ানভুক্ত বাঘমারা নদীর প্রায় ৪০ একর জমির একটি জলাশয় দীর্ঘ দিন থেকে এলাকার মানুষ ওই জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। কিছুদিন ধরে একই এলাকার প্রভাবশালী বাবুল খান, ইউনুস, জাহেদ, হাসান, ওহাব,খালেক নামের কতিপয় ব্যক্তি নদীর জলাশয় জোরপূর্বক নদীর পানির প্রবাহ বন্ধ করে জবর দখল করেছে।
এ বিযয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও আটোয়ারী উপজেলা নিবার্হী অফিসার বরাবর এলাকাবাসী গণঅভিযাগ করে।
নদী অবৈধ দখলকারী বাবুল খান মুঠোফোনে জানান নদীর কিছু অংশ আমরা দখল করেছি বাকী অংশ আমাদের নিজস্ব সম্পদ।
ইউনিয়ন ভুমি কর্মকর্তা সফিয়ার রহমান জানান, আমি নদী দখলের বিষয়টা জানি কিন্তু আমার করার কিছুই নাই।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মাহমুদ হাসান জানান, আমি লিখিত অভিযাগ পেয়েছি। বিষয়টা দেখে ব্যবস্থা নেওয়া হবে।