মোশারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ইসলামিয়া দাখিল (প্রক্রিয়াধীন আলিম) মাদ্রাসার ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউএনও আজগর আলী। মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. রুহুল আমিন, রঘুনাথপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইমাম হোসেন, মাওলনা আবদুল মালেক, মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, অভিভাবক মো. গোলাম মোস্তফা, পরীক্ষার্থী মো. মামুন প্রমুখ। শেষে মাদ্রাসার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।