মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
আজ বৃহস্পতিবার কুমিল্লার হোমনা উপজেলাধীন ঘনিয়ারচর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস ) আসনের এমপি সেলিমা আহমাদ। তীব্র শীতে এমপি’র দেয়া এই উপহার পেয়ে অত্যন্ত উৎফুল্ল বোধ করেন শীতার্ত মানুষেরা।
শীতবস্ত্র বিতরণ শেষে সেলিমা আহমাদ এমপি ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এমপি বলেন, ‘এটি আমার এলাকার স্কুল। বিদ্যালয়টির উন্নয়নে সবসময় আমার সহযোগিতা থাকবে।’
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. মজিবুর রহমান, মো. মানিক মিয়া, মো. মনিরুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।