
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ৫ দিনব্যাপি ২১শে বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সকাল ১০ টায় হোমনা গণ পাঠাগারের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও হোমনা গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুস সালাম ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, ওসি মো. আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস ও সদস্য খন্দকার মাহবুবুর রহমান, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।