মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্রা :
কুমিল্লার হোমনায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, গত কয়েকদিন পূর্বে হোমনা উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি’র সভায় হোমনা থেকে বিভিন্ন গন্তব্যে সিএনজি ভাড়া নির্ধারণ করে দিয়েছিলো হোমনা উপজেলা প্রশাসন। সেই নির্ধারিত ভাড়া সিএনজি চালকরা ঠিকমত কার্যকর করছে কিনা তা মনিটর করার জন্য হোমনা পৌরসভার মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম এবং সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে হোমনা-গৌরিপুর এবং হোমনা-রামকৃষ্ণপুর রুটে আজ এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালক এবং যাত্রীদের মাঝে বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। চালকরা যাতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করেন- সে বিষয়ে তাদের সতর্ক করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীরা যেন উপজেলা প্রশাসনকে অবহিত করেন ও সিএনজির নম্বরটি সংরক্ষন করেন, সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হয়। এসময় বালুবাহী দু’টি অবৈধ ট্রাক্টরকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে, হোমনার লঞ্চঘাট রোডে অবস্থিত গার্ডেন হোটেলের ফ্রিজে প্রায় ১ মাস পূর্বের তৈরী করা স্যূপ, রান্না করা খাবার, মাংস, ডাল, সবজি , অন্যান্য খাদ্যদ্রব্য এবং একই সাথে কাঁচা মাছ-মাংস রাখা , হোটেলের রান্নাঘরসহ অন্যান্য স্থান অপরিস্কার, অপরিচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে এবং অস্বাস্থ্যকর রাখার অভিযোগে ওই হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩/৫১/৫৩ ধারা মোতাবেক ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী অরো জানান, সামনে পবিত্র রমজান মাস আসছে সে উপলক্ষে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান শুরু করেছি্। মানুষ যাতে স্বাস্থ্যকর খাবার খেতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে সবকিছু মিলিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।