শফিকুল ইসলাম পলাশ, হোমনা
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলভিত্তিক বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৩ টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে। এতে দলীয়ভাবে রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয় প্রথম, হোমনা সরকারি উচ্চ বিদ্যলয় দ্বিতীয় এবং কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মহস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম মারুফ, আরডিও স্বপন চন্দ্র বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন প্রমুখ।