মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় ২২ বছর বয়সের এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার (২০ জুন, ২০১৯ খ্রি.) হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ধর্ষক মোঙ্গল মিয়া (৬৫) একই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে।ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে তার একটি জামা সেলাই করার জন্য ধর্ষক মোঙ্গল মিয়ার বাড়ির উঠান দিয়ে যাচ্ছিল।এ সময় মোঙ্গলের বাড়িতে কোনো লোকজন না থাকায় সে মেয়েটিকে ডেকে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে এ ঘটনার বর্ণনা দেয়।আজ সোমবার এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর পরই পুলিশের পক্ষ থেকে ধর্ষককে গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় নি।তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।অতি শীঘ্রই আমরা তাকে গ্রেফতার করবো।