মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতীসন্তান ডাঃ এম. এম. মাহবুবুর রহমান ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।তিনি শ্রীমদ্দি গ্রামের মরহুম মো. নূরুল ইসলাম বি.কম মাস্টারের
কনিষ্ঠ পুত্র এবং হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাঃ এম. এম. মাহবুবুর রহমান ইতোমধ্যে গ্রেটবৃটেনের “লন্ডন রয়েল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন” থেকে সার্জারিতে “MRCS Part-A” ডিগ্রি এবং বাংলাদেশ থেকে সার্জারিতে “FCPS Part-1” ডিগ্রিও কৃতিত্বের সাথে অর্জন করেন।
মোঃ নুরুল ইসলাম বি.কম মাস্টারের সহধর্মিণী মিসেস সুফিয়া বেগম তার কনিষ্ঠপুত্র ডাঃ মাহবুবের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।