মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় “স্বাস্হ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্হ্য সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার হোমনা স্বাস্হ্য কমপ্লেক্স, কুমিল্লা স্বাস্হ্য বিভাগ ও ঢাকার মহাখালী স্বাস্হ্য অধিদপ্তরের আয়োজনে উক্ত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল ১০ টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্হ্য কমপ্লেক্সের মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, মেডিকেল অফিসার মো. জামাল হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, নার্স ইনচার্জ সেলিনা ইয়াসমিন, রাবেয়া খাতুন ও ফাতেমাতুজ জোহরা, এসকে-এফ কোম্পানির হোমনা প্রতিনিধি মো. হোসাইন, ইনসেপ্টা কোম্পানির হোমনা প্রতিনিধি গৌতম, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি মহসিন ও সালাউদ্দিন প্রমুখ।