মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
“রাখব নিষ্কণ্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল সাড়ে দশটায় র্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে এই মেলার আয়োজন এবং সঠিক সেবা নিতে হলে আইন সম্পর্কে জনগনকে সচেতন থাকতে হবে। জনগণ যাতে সঠিক সেবা পায় সেজন্যে ভূমি অফিসকে তিনি দালালমুক্ত রাখারও ঘোষণা দেন।
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ ডা. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) কাজী নাজমুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও সহকারী ভূমি কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাস।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।