ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম আহমেদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে । সিয়াম রামপুর গ্রামের মো.আনোয়ার হোসেনের ছেলে ও দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে বসত ঘরের চাল থেকে শিমের গাছ সরানোর সময় অসাবধানতাবশত গাছের লতায় বিদ্যুতায়িত তার শরীরে স্পর্শ করার ফলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
হোমনা জোনাল অফিসের ডিজিএম আজিজুর রহমান সরকার জানান, অফিসের লোক পাঠিয়ে তদন্ত করা হচ্ছে । ধারনা করা হচ্ছে ঘরের চাল থেকে সিমের গাছ সরানের সময় অসাবধানতা বশত গাছের লতায় বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে ।
হোমনা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, বিদ্যুৎস্পৃষ্টে সিয়ামের মৃত্যুর ঘটনা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি । পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।